আপনার মতামতই
প্রধান বিষয়। আপনি কে, কোথায় থাকেন অথবা আপনি কোন পটভূমি থেকে এসেছেন, এগুলো কোনো বিষয়ই নয়। আপনি যদি একজন ক্রেতা হন, তাহলে আপনি পেইড সার্ভেগুলো করতে পারেন। এগুলো আপনাকে আপনার মতামত জানাতে দেয় আর তার সাথে আপনি যা চিন্তা করেন তার জন্য আপনাকে টাকাও দেয়।
অনলাইন পেইড সার্ভেগুলোর - তথ্য
আপনি যদি সাম্প্রতিক পণ্য ও পরিষেবাগুলো সম্বন্ধে আপনার মতামত জানাতে চান, তাহলে আপনার অতিরিক্ত সময়ে অনলাইন পেইড সার্ভেগুলো করে টাকা রোজগার করা হয়তো আপনার জন্য মজার ব্যাপার হবে।
অনলাইন পেইড সার্ভেগুলো করা, অনলাইনে টাকারোজগার করার এক রোমাঞ্চকর ও বৈধ উপায় হিসেবে প্রমাণিত হয়েছে। মার্কেট রিসার্চ কোম্পানীগুলোর কাছে এমন অনেক প্রশ্ন থাকে যেগুলোর তারা উত্তর পেতে চায় আর তারা আপনাকে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য টাকা দেবে। এর ফলে তারা তাদের নিজস্ব পণ্য ও পরিষেবা সংক্রান্ত আরও ভালো মার্কেটিং করার সিদ্ধান্তগুলো নিতে পারবে। বাজারে আসার আগেই আপনি নতুন পণ্যগুলো দেখতে পারেন এবং ওই পণ্যগুলোকে কিভাবে আরও ভালো করা যায় সেবিষয়ে আপনার মতামত জানাতে পারেন আর এর জন্য আপনাকে টাকাও দেওয়া হবে। এটার জন্য আপনার সময়ের কয়েক মিনিট ব্যায় করা হয়তো খুব একটা মন্দ হবে না।
আপনাকে হয়তো একটা নতুন মুভি ট্রেলার রিভিউ করতে, কোন ধরনের পিনাট বাটার আপনি পছন্দ করেন তা জানাতে অথবা যে রেস্তোঁরাতে আপনি প্রায়ই যান তার নাম বলতে বলা হতে পারে। বার্বিকিউ গ্রীল থেকে শুরু করে চিকিৎসা সংক্রান্ত প্রশ্ন, যন্ত্রপাতি থেকে শুরু করে কাল রাতে আপনি কি খেয়েছিলেন সবই জিজ্ঞেস করা হতে পারে।
নির্দিষ্ট বয়স, পেশা, শখ এবং আগ্রহ অনুসারে সাইটগুলো রয়েছে। সার্ভেগুলো খুবই আগ্রহজনক আর তাদের পণ্যগুলোকে কোন আকার দিলেবা কিভাবে পেশ করলে আরও ভালো হবে তা জানার জন্য কোম্পানীগুলো আপনার মতামত জানতে চায়। যখন কোনো কোম্পানী তাদের ক্রেতাদের পছন্দ কেমন ও তাদের চাহিদা কি তা জানতে চায়, তখন তারা কোনো দ্বিতীয় সংস্থার সঙ্গে কন্ট্রাক্ট সই করে যারা পণ্য ও পরিষেবা সম্বন্ধীয় বিষয়ে ক্রেতাদের কেনাকাটার অভ্যাস ও মতামত নিয়ে থাকে। আর এখানেই পেইড সার্ভেগুলো কাজ করে থাকে।
পেইড সার্ভেগুলো বড় ধরনের ব্যবসায়ে পরিণত হয়েছে। এগুলো এত জনপ্রিয় কেন? কারণ এগুলো লোকদেরকে তাদের মতামত জানাতে দেয় আর তারই সাথে তারা যা মনে করে তার জন্য তাদেরকে টাকাও দিয়ে থাকে। এই চমৎকার ব্যাপারটা ঘটার কারণ হল ইন্টারনেটের আধিক্য এবং অনলাইন পেইড সার্ভেতে অংশ নেওয়ার মাধ্যমে সবচেয়ে সহজে ঘরে বসে কাজ করা।
অনলাইন সার্ভেগুলো ক্রমাগত জনপ্রিয় হয়েছে, কারণ এগুলো অংশগ্রহণকারীদের জন্য ও মার্কেট রিসার্চ কোম্পানীগুলোর জন্য সুবিধাজনক। প্রচুর লোকেরা এতে অংশ নিচ্ছে কারণ এটা সহজ, মজার আর মাসের শেষে ঘরে বসে পে-চেক পাওয়াটাও আনন্দের। ছাত্র-ছাত্রীদের জন্য, বাড়িতে থাকেন এমন বাবা-মায়ের জন্য, অবসরপ্রাপ্ত ব্যক্তিদের জন্য অথবা অতিরিক্ত আয় করতে চান এমন যে কারোর জন্য এটা এক্কেবারে উপযুক্ত সুযোগ।আপনি কে, কোথায় থাকেন অথবা আপনি কোন পটভূমি থেকে এসেছেন এগুলো কোনো বিষয়ই নয়। আপনি যদি একজন ক্রেতা হন, তাহলে আপনি পেইড সার্ভেগুলো করতে পারেন। প্রত্যেকেই স্বাগত। মনে রাখবেন: আপনার মতামতই প্রধান বিষয়!
অনলাইন পেইড সার্ভেগুলো কোথায় পাওয়া যাবে?
পেইড সার্ভগুলো থেকে আয় করার জন্য সেকসানে যান পেইড সার্ভেগুলো - রেজিস্ট্রেশন আর আমাদের দেওয়া অনলাইন পেইড সার্ভে সাইটগুলোর লিস্ট দেখুন আর যোগ দিন। আপনি লিস্টে দেওয়া প্রোগ্রামগুলোতে অংশ নিতে পারেন আর নিশ্চিত থাকতে পারেন যে আপনাকে নগদ টাকা দেওয়া হবে অথবা অন্য কোন পুরস্কার দেওয়া হবে যার মধ্যে কোনো লুকানো শর্তাবলী নেই এবং আপনাকে এক পয়সাও খরচ করতে হবে না।লিস্টের অধীন সব কোম্পানীগুলোই যোগ দেওয়ার যোগ্য আর প্রত্যেকেরই সুনাম রয়েছে। আমরা আমাদের লিস্টে শুধুমাত্র উত্তম মান সম্পন্ন অনলাইন মার্কেট রিসার্চ কোম্পানীর নামগুলোই রেখেছি যারা কখনো কোনো পারিশ্রমিক দাবি করে না আর পৃথিবীর সব জায়গা থেকেই সদস্য নিয়ে থাকে।
সুপারিশকৃত নামের তালিকা
মূল্যবান পরামর্শ
যারা এই সার্ভের কাজ নিয়ে থাকে তারা সবচেয়ে বড় যে সমস্যার মুখোমুখি হয় তা হল, তারা নিজেরাই এই প্রক্রিয়া সম্বন্ধে সঠিকভাবে জানেন না। এখানে কিছু পরামর্শ দেওয়া হল যা আপনাকে পুরস্কার পেতে এবং একজন অনলাইন সার্ভে প্যানেলিস্ট হতে সাহায্য করবে। আপনার অনলাইন সার্ভের কাজ থেকে সর্বোত্তমটা পেতে এই চমৎকার পরামর্শগুলোকে কাজে লাগান।
Ankietki.com © 2007-2025